ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৯
অনলাইন নিরাপত্তা নিয়ে সচেতন মানুষের অভাব নেই। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, দুই ধাপের যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টু এফএ) চালু রাখা, এসব কারণে অনেকেই মনে করেন তাদের ডিজিটাল জীবন যথেষ্ট সুরক্ষিত। কিন্তু বাস্তবতা হলো এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও অনলাইন অ্যাকাউন্টের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না।
আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন পাঁচটি নীরব সতর্ক সংকেত। বড় কোনো হ্যাক বা আর্থিক ক্ষতি না হলেও এসব ছোট সংকেত সময়মতো নজরে এলে বড় বিপদ এড়ানো সম্ভব। এখানে সেই পাঁচ সতর্ক সংকেত নিয়ে আলোচনা করা হলো—