অনৈতিক কাজে ১৩ গোয়েন্দা
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান তার ভাই ইকবাল হোসেন ও ভায়রা মোস্তাক আহমেদের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে করোনা সংক্রমণের সময় কিট সরবরাহ করে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া তিনি দুবাইয়ে ৭ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করে লোকসান হওয়ায় ব্যবসায়িক পার্টনাকে দেশে আসতে দেননি। পার্টনারের প্রতিষ্ঠান দখল করার পাশাপাশি পার্টনারের স্ত্রীর ফ্ল্যাটের মূল দলিল নিয়ে গেছেন।
তার স্ত্রীর বিও অ্যাকাউন্ট ও ব্যাংকে ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। শুধু আজিজুর রহমানই নন, তিনিসহ ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি দুদক অভিযোগের অনুসন্ধানে নামে। দুদকের একাধিক কর্মকর্তা অভিযোগের অনুসন্ধান করছেন বলে জানা গেছে।