বর-বউ নেই, আছে আয়োজন, জেন-জির ‘নকল বিয়ে’ ট্রেন্ড
শহরের এক ঝলমলে কনভেনশন হলে ঢুকলে মনে হবে, আপনি বুঝি সত্যিকারের কোনো বিয়েতে এসে পড়েছেন। চারদিকে রঙিন আলো, ফুলের সাজ, ডিজের তালে তালে নাচছে তরুণ-তরুণীরা। মেয়েরা পরে আছে লেহেঙ্গা আর শাড়ি, ছেলেরা শেরওয়ানি ও কুর্তা। হাসি, সেলফি আর উচ্ছ্বাসে ভরে আছে পুরো হল। কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো বর নেই, কোনো কনে নেই। তবু সবাই যেন বিয়ের আনন্দে মেতে উঠেছে।
এটাই এখন ভারতের বড় শহরগুলোর নতুন ট্রেন্ড নকল বিয়ে বা থিম পার্টি। দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ভুয়া বিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অতিথিরা সাধারণত তরুণ-তরুণীরাই। তারা বন্ধুদের সঙ্গে রাত কাটাতে চান, অতিথিদের চাপ ছাড়াই ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের নাটকীয়তা এবং মজা উপভোগ করতে চান।
এই নকল বিয়েতে আসতে হলে আগে টিকিট কাটতে হয়। টিকিট হাতে নিয়ে ঢুকলেই শুরু হয়ে যায় উৎসব। মেহেদি, গান, নাচ, খাবার সবকিছুই আছে, ঠিক যেন আসল বিয়ের মতো। শুধু পার্থক্য একটাই এখানে কাউকে বিয়ে করতে হয় না। সবাই এসেছে শুধু আনন্দ করতে, সাজগোজ করতে আর নিজেদের মতো করে সময় কাটাতে।
অনেক তরুণ-তরুণী বলেন, আত্মীয়দের বিয়েতে গেলে যেন এক ধরনের পরীক্ষায় বসতে হয়। কে কী পোশাক পরেছে, কে কতটা সফল, কবে বিয়ে করবে এই সব প্রশ্নের ভারে আনন্দ অনেক সময় চাপা পড়ে যায়। অনেক জেন-জি বা অবিবাহিত ছেলে-মেয়েরা আত্মীয়দের বিয়েতে যেতেই চান না। নানান বাহানায় এড়িয়ে যান।
- ট্যাগ:
- জটিল
- থিম
- পার্টি
- নতুন ট্রেন্ড
- জেন-জি