লিভার ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে কিটো ডায়েট: গবেষণা

যুগান্তর প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৪:৩৭

একটি নতুন বৈজ্ঞানিক গবেষণায় জনপ্রিয় কিটো ডায়েটের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। উচ্চমাত্রায় চর্বি এবং অত্যন্ত কম কার্বোহাইড্রেট গ্রহণের ওপর ভিত্তি করে তৈরি এই ডায়েট দ্রুত ওজন কমাতে সহায়তা করলেও, দীর্ঘদিন অনুসরণ করলে লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।


আমেরিকান বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়, দীর্ঘ সময় ধরে উচ্চ-চর্বিযুক্ত খাদ্য গ্রহণ লিভারের কোষের গঠন ও আচরণে মৌলিক পরিবর্তন ঘটায়। গবেষকদের মতে, বারবার চর্বিজনিত চাপের কারণে লিভার কোষগুলো ধীরে ধীরে কম পরিণত বা অপরিণত অবস্থায় ফিরে যায়। সাময়িকভাবে এতে কোষ বেঁচে থাকার সক্ষমতা বাড়লেও, ভবিষ্যতে নানা রোগ—বিশেষ করে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।


গবেষকদের ভাষায়, এটি মূলত একটি সমঝোতার ফল। কোষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অগ্রাধিকার দেয়, কিন্তু এতে লিভারের স্বাভাবিক কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। কোষের বেঁচে থাকার সঙ্গে যুক্ত জিনগুলো সক্রিয় হয়ে ওঠে, আর লিভারের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় জিনগুলো দুর্বল হয়ে পড়ে। এই ভারসাম্যহীনতাই সময়ের সঙ্গে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।


বিখ্যাত বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেল এ প্রকাশিত এই গবেষণায় দীর্ঘ সময় ধরে ইঁদুরদের উচ্চ-চর্বিযুক্ত খাদ্য খাওয়ানো হয়। গবেষণার শেষ পর্যায়ে প্রায় সব ইঁদুরের মধ্যেই লিভার ক্যানসার ধরা পড়ে। বিজ্ঞানীরা জানান, এ ধরনের পরিবর্তিত কোষে পরবর্তী সময়ে যদি ক্ষতিকর জেনেটিক মিউটেশন যুক্ত হয়, তাহলে ক্যানসারের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও