‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও সিআরআইয়ের মাধ্যমে মুজিব ভাই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ২১১ কোটি ২২ লাখ টাকা এবং খোকা সিরিজ নির্মাণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬ কোটি টাকা নেওয়া হয়েছে। সিনেমা নির্মাণে এমন ব্যয়ের খবর চমকে দিয়েছে সংশ্লিষ্টদের। সিনেমা দুটির পরিচালক সোহেল মোহাম্মদ রানাও বিস্মিত হয়েছেন এমন খবরে।


নির্মাণ ব্যয় সম্পর্কে জানতে মুজিব ভাই ও খোকার পরিচালক সোহেল মোহাম্মদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে বিস্ময় প্রকাশ করেন তিনি। পরিচালক জানান, শুধু পরিচালক হিসেবেই এই দুই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না তাঁর। তিনি শুধু চুক্তি অনুযায়ী পরিচালক হিসেবে সম্মানী নিয়েছেন।


আজকের পত্রিকাকে সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘মুজিব ভাই টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপার ট্যাগ লিমিটেডের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। ওখানে আমাকে টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হতে বলা হয়। সেটাও সিনেমা নির্মাণ শুরু হওয়ার ছয় মাস পর। নির্মাণসংশ্লিষ্ট জটিলতা দেখা দিলে আমার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সে সময় আমার সঙ্গে চুক্তি হয় ১০ লাখ টাকা পারিশ্রমিকের বিনিময়ে সিনেমাটি পরিচালনা করব আমি। সিনেমা মুক্তির এক বছরের কিছু সময় আগে থেকে এই প্রজেক্টে টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হই আমি। পুরো কাজ ওদের স্টুডিওতে হয়েছে। আমি শুধু রিভিউ করতাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও