সেলিম আল দীন স্মরণোৎসবে ‘যৈবতী কন্যার মন’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৪:৩১
প্রখ্যাত নাট্যকার ও নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস ঘিরে আয়োজিত ‘সেলিম আল দীন স্মরণোৎসবে’ মঞ্চস্থ হতে যাচ্ছে তার কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি দেখানো হবে।
সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে নাটকটি মঞ্চস্থ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা।
নাট্যকার সেলিম আল দীনের অনন্য সৃষ্টি ‘যৈবতী কন্যার মন’ নাটকে নারীর জীবনসংগ্রাম, প্রেম ও বিরহ লোকজ আবহে জীবন্ত হয়ে উঠেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের এই পরিবেশনা নাটকটিকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরবে বলে আশা করছে নাট্যকলা বিভাগ।
- ট্যাগ:
- বিনোদন
- স্মরণোৎসব
- সেলিম আল দীন