বিপিএল: ওপেনার হৃদয়ের ফিফটি, রংপুরের রান ১০০ ছাড়িয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৪:২৭
১৮ ওভারে রংপুরের ১৪০
দারুণ খেলছেন হৃদয়। ফিফটির পর ১১ বলে রান করেছেন ২৯। তাঁকে সঙ্গ দিচ্ছেন ২৭ রান করা খুশদিল শাহ। ৫০ বলে ৭৯ রানে অপরাজিত হৃদয়।
হৃদয়ের ফিফটি
ওপেনিংয়ে নেমে ফিফটি করলেন হৃদয়। ২০ বলে ৩৬ রান করা হৃদয়ের ফিফটি করতে লাগল ৩৯ বল। এটি এবারের বিপিএলে তাঁর দ্বিতীয় ফিফটি।
ফিরলেন ইফতিখার
ইফতিখার যখন উইকেটে এসেছেন তখন রংপুরের রান ৭ ওভারে ৫৭। তিনি আউট হওয়ার সময় রংপুরের রান ১১.২ ওভারে ৭২। ১৫ বলে ৮ রান করে ফিরেছেন এই পাকিস্তানি। তাঁর ইনিংসে রংপুরের রানের গতিটাও থেমে গেছে।
রংপুর ১১ ওভারে ৭২/২
হৃদয় ও ইফতিখার দুজনে মিলে ব্যাটিং করেছেন এখন পর্যন্ত ১৮ বল। এরমধ্যে ভুল বোঝাবুঝিতে কয়েকবারই রানআউটের সম্ভাবনা জেগেছিল। রংপুরের রানের গতিও অনেকটা থেমে গেছে। রংপুর সর্বশেষ বাউন্ডারি পেয়েছে ২৩ বল আগে।