মিয়ানমারে চলছে সামরিক বাহিনী পরিচালিত নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১১:২২

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে সামরিক বাহিনীর পরিচালনায় পাঁচ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচনের তিন পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ চলছে।


রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে ভোটাররা কেন্দ্রগুলোতে হাজির হয়ে লাইন ধরে ভোট দিতে শুরু করেছে।


দুই সপ্তাহ আগে ২৮ ডিসেম্বর প্রথম পর্বের ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন শুরু হয়। ওই পর্বে ৫২ শতাংশ ভোট পড়েছিল বলে দেশটির সামরিক জান্তা জানিয়েছিল। যা ২০২০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনের ভোটার উপস্থিতির তুলনায় অনেক কম।


দেশটিতে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে এটি প্রথম নির্বাচন। চলমান গৃহযুদ্ধের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


রয়টার্স লিখেছে, দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তাকে বৈধতা দিতে এ নির্বাচনের আয়োজন করা হয়েছে আর এতে অবসরপ্রাপ্ত জেনারেলদের নেতৃত্বে গঠিত সামরিক বাহিনীপন্থি ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টিই আবার ক্ষমতায় আসবে বলে ধারণা বিশ্লেষকদের।


প্রথম পর্বে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই পর্বে ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি ৯০টি আসনে জয় পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও