এনসিপি থেকে পদত্যাগীরা ফিরতে নারাজ

যুগান্তর প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের তালিকা দীর্ঘ হচ্ছে। ইতোমধ্যে দলটির অন্তত ১৮ শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। এছাড়া জেলা-উপজেলা, বিভাগীয় শহরগুলোতেও দল থেকে পদত্যাগের ঘটনা ঘটছে। এমন অবস্থায় গত ৪ জানুয়ারি দলটির সদস্য সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, দল থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে আলোচনা চলছে। এর আগে ২৮ ডিসেম্বর তিনি বলেছিলেন, ‘কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না।’ এমন বক্তব্যে দলের ভেতর-বাইরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 


রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, ‘জুলাই অভ্যুত্থান ঘিরে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এ দলটির অনেক কিছু করার আছে। যারা পদত্যাগ করছেন, করবেন-তারাও কি চূড়ান্তভাবে ভেবেচিন্তে পদত্যাগ করছেন? তাছাড়া দলে থাকা শীর্ষ নেতারাই বা কেন পদত্যাগ ফেরাতে পারছেন না-প্রশ্ন রাখেন এ রাষ্ট্রবিজ্ঞানী। 


এদিকে দলীয় নেতৃত্বের অনুরোধে ইস্তফা কিংবা পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে স্বপদে ফিরবেন কি না তারা, সেটাও অনিশ্চিত। ইতোমধ্যে দল থেকে পদত্যাগ করা বেশ কয়েকজন বলেছেন, ‘দলে আর ফেরা নয়, দলটি আদর্শ হারাতে বসেছে। আরও অনেকেই পদত্যাগ করবে, নিষ্ক্রিয় হয়ে পড়বে।’ এদিকে বুধবারও দলটির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। এর আগে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন। এর আগে ৫ জানুয়ারি খাগড়াছড়িতে এনসিপির ১৯ জন পদধারী নেতা দলের সব ধরনের সদস্যপদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও