সংসদ নির্বাচন: ভোট বন্ধ কিংবা নতুন করে ভোট হয় কখন
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে ভোট বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে।
অনিয়মসহ নানা পরিস্থিতির মধ্যে নির্বাচন পরিচালনা সম্ভব না হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোট বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত বিধিবিধান তুলে ধরে করণীয় নিয়ে এরই মধ্যে পরিপত্র জারি করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও নেওয়া হবে সেদিন।
ভোটগ্রহণের সময়সংক্রান্ত গণবিজ্ঞপ্তি, ভোটগ্রহণ বন্ধ ঘোষণা, পুনরায় ভোটগ্রহণ, পুনর্নির্বাচন, প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যানার প্রদর্শন, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার এবং ডাকযোগে ইসিতে ফল পাঠানোর বিষয় তুলে ধরা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে।