জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ২০:৩৯

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে কোন দল কত আসনে প্রার্থী দেবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে ১১ দলের এই জোট নির্বাচনের জন্য প্রস্তুত। এই জোট থেকে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কত আসনে নির্বাচন করবে, সেই ঘোষণা দু-এক দিনের মধ্যেই দেওয়া হবে।


আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।


নাহিদ বলেন, ‘আমরা আশা করি, আগামীকাল (রোববার) বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে, অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করতে চাই।’


ভোটের প্রস্তুতিমূলক কার্যক্রমে জামায়াত এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা অলরেডি গণভোটের প্রচার শুরু করে দিয়েছি। আমরা মাঠেঘাটে-মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতা জিনিসটার কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণা আসাটা বাকি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও