২৮ হাজার কোটি টাকা দুই হাতে ঢেলেছেন গার্দিওলা
জানুয়ারির দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তিটি সেরেছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথ থেকে ঘানার উইঙ্গার অ্যান্টনি সেমেনিওকে ৭ কোটি ২০ লাখ ইউরোয় কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর মধ্য দিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটিতে গার্দিওলার হাতখোলা খরচের বিষয়টি আবারও আলোচনায়।
সন্দেহ নেই, ফুটবলে গার্দিওলা সর্বকালের সেরা কোচদের একজন। খেলার ধাঁচ পরিবর্তনে বড় প্রভাব রাখা এই কোচের কেবিনেটে ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রায় সব ট্রফিই আছে। তবে একটি প্রশ্ন ওঠেই, ২০১৬ সালে সিটির কোচ হওয়ার পর দলবদলের বাজারে তাঁর খরচের পরিমাণ ভ্রু কুচকে দেওয়ার মতো। ট্রান্সফারমার্কেটের তথ্য বলছে, সেমেনিওকে কেনার মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার খরচের অঙ্ক ২০০ কোটি ইউরো পেরিয়ে গেছে। আরও সুনির্দিষ্ট করে বললে সিটির কোচ হিসেবে গার্দিওলা দলবদলের বাজারে খরচ করেছেন ২০৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৮৮৮ কোটি ৯৩ লাখ টাকা)। দলবদল বাজারের ইতিহাসে ২০০ কোটি ইউরোর বেশি খরচের রেকর্ড আর কোনো কোচের নেই।
- ট্যাগ:
- খেলা
- খেলোয়াড়
- ম্যানচেস্টার সিটি