বিতর্কের মুখে গ্রক-এ ছবি এডিট সুবিধায় রাশ টানল মাস্কের এক্স

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক-এর মাধ্যমে ছবি এডিটের সুবিধায় রাশ টানছে এক্স। এবার কেবল পেইড গ্রাহকদের জন্যই এটি ব্যবহারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।


মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর তৈরি গ্রক-এর নতুন এক টুল ব্যবহার করে ‘আপত্তিকর’ বা ‘যৌনতাপূর্ণ ভুয়া ছবি’ তৈরির অভিযোগ ওঠার পর কোম্পানিটি এই কড়া পদক্ষেপ নিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে অন্য কারো নগ্ন ছবি অনুমতি ছাড়াই তৈরির সুযোগ দেওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চ্যাটবটটি।


তবে এক্স বলেছে, এখন কেবল পেইড সাবস্ক্রাইবাররাই এ সুবিধা পাবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর নাম ও পেমেন্ট সংক্রান্ত তথ্য এখন থেকে কোম্পানিটির রেকর্ডে থাকবে।


এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্স কর্তৃপক্ষ।


বিবিসি লিখেছে, সাবস্ক্রিপশন নেননি এমন ব্যবহারকারীরা এখনও ছবি এডিটের জন্য গ্রক-এর আলাদা অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে পারছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও