চার্জে রেখেই ল্যাপটপে কাজ করে যে ভুল করছেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৪

ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে, আর তার জায়গা দখল করছে ল্যাপটপ। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদন প্রায় সব ক্ষেত্রেই এখন ল্যাপটপের ওপর নির্ভরতা বেড়েছে। সহজে বহনযোগ্য এবং বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে ল্যাপটপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি।


১. প্রথমেই আসে চার্জিংয়ের বিষয়টি। ল্যাপটপ ব্যবহার করলে নিয়মিত চার্জ দিতে হয় ঠিকই, কিন্তু সারাক্ষণ চার্জারে লাগিয়ে রাখা মোটেও ভালো অভ্যাস নয়। অতিরিক্ত সময় চার্জে থাকলে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে এবং ডিভাইসের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।


২. ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও অ্যাপ ইনস্টল করে রাখাও একটি বড় সমস্যা। এসব অকাজের অ্যাপ ডিভাইসের স্টোরেজ দখল করে নেয় এবং সিস্টেমকে ধীর করে তোলে। যদি চান ল্যাপটপ সারাবছর দ্রুত গতিতে কাজ করুক, তাহলে নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপ মুছে ফেলুন।


৩. ল্যাপটপের সফটওয়্যার আপডেট করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আপডেট এড়িয়ে যান, কিন্তু এতে শুধু ল্যাপটপ স্লো হয় না নিরাপত্তা ঝুঁকিও বাড়ে। অপারেটিং সিস্টেমের পাশাপাশি ল্যাপটপে থাকা অ্যাপগুলোও নিয়মিত আপডেটেড রাখা প্রয়োজন, যাতে ডিভাইস সুরক্ষিত ও কার্যকর থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও