কানের ব্যথা কি বারবার ফিরে আসছে? হতে পারে বিরল ক্যানসারের লক্ষণ!
ক্যানসার শরীরের যে কোনো অংশেই হানা দিতে পারে। তবে কানের ক্যানসার অত্যন্ত বিরল হওয়ায় অনেকেই একে সাধারণ ব্যথা ভেবে ভুল করেন। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সাধারণ কানের ব্যথাকে অবহেলা করা প্রাণঘাতী হতে পারে।
কানের ক্যানসারের প্রধান লক্ষণগুলো
অস্বাভাবিক তরল নিঃসরণ : কান থেকে ঘন ঘন রক্তপাত হওয়া বা লালচে পুঁজ জাতীয় পদার্থ বের হওয়া।
শ্রবণশক্তি হ্রাস : হঠাৎ কানে কম শোনা বা সারাক্ষণ ভোঁ ভোঁ শব্দ হওয়া (টিনিটাস)।
তীব্র যন্ত্রণা : কানের ভেতরে বা আশেপাশে একটানা অসহ্য ব্যথা থাকা।
অন্যান্য লক্ষণ : রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছালে কানের পাশের অংশে ফোলা ভাব বা এমনকি চুল পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
প্রতিকার ও সচেতনতা : প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো চিনতে না পারার কারণেই ক্যানসার ছড়িয়ে পড়ার সুযোগ পায়। তাই কানের ময়লার (সেরুমেন) রঙে পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী কোনো অস্বস্তি হলে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানে ব্যথা
- ক্যান্সারের লক্ষণ