দাম বাড়ছে, ক্ষোভ বাড়ছে: ইরানের নতুন অর্থনৈতিক অস্থিরতার ভেতরের চিত্র
ইরানজুড়ে দোকানের তাকে থাকা পণ্যের দাম এখন আর এক সপ্তাহ, এমনকি একদিনও স্থির থাকছে না। অনেক ইরানির জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের হঠাৎ লাফিয়ে বৃদ্ধি এক দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। এ কারণেই কেউ কেউ আবারও রাস্তায় নামছেন।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং রেকর্ড নিম্নস্তরে নেমে যাওয়া মুদ্রার বিনিময় হারের বিরুদ্ধে ধর্মঘট হিসেবে যে আন্দোলন শুরু হয়েছিল; তা–ই এখন ইরানের রাজনৈতিক নেতৃত্বের প্রতি অসন্তোষের এক বিস্তৃত বহিঃপ্রকাশে পরিণত হয়েছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে এ বিক্ষোভ মাশহাদ থেকে ইসফাহান পর্যন্ত কয়েক ডজন শহরে ছড়িয়ে পড়েছে। এ বিক্ষোভ ২০২২-২৩ সালের ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ (নারী, জীবন, স্বাধীনতা) আন্দোলনের পর ইরানে সবচেয়ে গুরুতর অস্থিরতাকে উসকে দিচ্ছে।
মিডল ইস্ট আইয়ের সঙ্গে সাক্ষাৎকারে বিক্ষোভকারীরা এমন এক অর্থনীতির বর্ণনা দিয়েছেন; যা সাধারণ পরিবারের জন্য আর সামলানো সম্ভব হচ্ছে না।
মাশহাদের ২৭ বছর বয়সী বাসিন্দা মানি। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভে যোগ দিয়েছেন তিনি। বলেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যে দাম বহুগুণ বেড়ে গেছে। এটা এত ভয়াবহ কী করে হতে পারে? দাম এত বাড়তে পারে কীভাবে?’ তিনি আরও বলেন, ‘এ দেশে যদি দায়িত্বশীল শাসক থাকত, তবে পরিস্থিতি এমন হতো না।’