চট্টগ্রামে সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ৩৫০ ভরি সোনা ছিনতাই
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪২
চট্টগ্রামে মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ৩৫০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক পুলিশ সদস্যের নাম সুমন চন্দ্র দাস। পুলিশ বলছে, তাঁর নেতৃত্বেই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন মাসুদ রানা, রফিকুল ইসলাম, রবি কুমার, পান্না রানী দাস ও বিবেক বণিক। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও গাজীপুরে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পাঁচলাইশ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ নিয়ে আজ শুক্রবার বিকেলে নগরের পাঁচলাইশ থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়।