ছাদবাগানের জন্য ভালো মাটি কোথায় পাবেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

ইট–পাথরের নগরী ঢাকায় ছাদবাগান এখন আর নিছক শখের জায়গায় আটকে নেই। এ বাগান পরিবারের পুষ্টিচাহিদা যেমন পূরণ করে, ঘটায় প্রকৃতির সঙ্গে সংযোগ, তেমনি মনেও আনে প্রশান্তি। আর তাই ছাদ বা বারান্দাবাগানে ভালো মানের মাটির ব্যবহারও গুরুত্বপূর্ণ। তবে ঢাকায় ভালো মাটি কোথায় পাওয়া যায়, অনেকেরই তা অজানা। বাগানের জন্য আদর্শ মাটি কোথায় পাবেন, চলুন জেনে নিই তারই খোঁজ।


ভোলার উমর ফারুক ঢাকায় নার্সারি ব্যবসা করছেন দীর্ঘ ২৫ বছর। বনানীতে দুটি ও দিয়াবাড়িতে তিনটি, ঢাকার তাঁর পাঁচটি নার্সারি রয়েছে। জানালেন, ছাদবাগান কিংবা বারান্দাবাগানের জন্য সবচেয়ে উপযোগী হলো বেলে দোআঁশ মাটি। বালু, পলি ও কাদার সুষম মিশ্রণে তৈরি বলে চাষাবাদের জন্য এই মাটি সবচেয়ে উপযোগী। বিশেষ করে টব, ড্রাম বা সবজি বেডে লাগানো গাছে বেলে দোআঁশ মাটি শিকড়, পানি ও বাতাসের ভারসাম্য বজায় রাখে।


বেলে দোআঁশ মাটিতে সাধারণত বালুকণার পরিমাণ থাকে ৪০ থেকে ৫০ শতাংশ, পলিকণা ২০ থেকে ৩০ শতাংশ, কাদাকণা ২০ থেকে ৩০ শতাংশ এবং হিউমাস ও অন্যান্য জৈব পদার্থ থাকে ৩ থেকে ৫ শতাংশ। এই জৈব অংশই হলো মাটির প্রাণ। এটি মাটির উর্বরতা বাড়ায়, উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের কার্যকারিতা বৃদ্ধি করে সহজ করে তোলে গাছের পুষ্টি গ্রহণ।


অন্য দিকে বালুকণা মাটিকে হালকা রাখে এবং অতিরিক্ত পানি দ্রুত বের করে দিতে সাহায্য করে। ফলে ছাদবাগানে পানি জমে শিকড় পচে যাওয়ার যে আশঙ্কা থাকে, তা অনেকটাই কমে আসে। কাদাকণা মাটিকে প্রয়োজনীয় দৃঢ় রাখে এবং গাছের শিকড়ের জন্য দরকারি আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। সামান্য জৈব সার যোগ করে এই মাটি ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো হয়, রোগবালাই কম হয় এবং দীর্ঘদিন ধরে মাটির গুণাগুণ বজায় থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও