ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, তেহরানসহ বহু শহর উত্তাল
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সরকারবিরোধীদের সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তেহরান ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করেনি। বিবিসি পার্সিয়ানের যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।
বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতন দাবি করেন। পাশাপাশি তারা নির্বাসিত নেতা রেজা পাহলভির ফিরে আসার আহ্বান জানান।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা ১২ দিন ধরে চলছে এবং দেশটির ৩১টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সরকারবিরোধী বিক্ষোভ