চিকিৎসা সচেতনতা বাড়াতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করল ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে সেই স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মানার বিষয়ে ওপেনএআই অনেকবারই সতর্ক করেছে। তবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় এবার নতুন এক সেবা নিয়েছে ওপেনএআই। স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য চালু করেছে ‘চ্যাটজিপিটি হেলথ’।
ওপেনএআই জানিয়েছে, বিশ্বের ৬০টি দেশের ২৬০ জনের বেশি চিকিৎসকের সহযোগিতায় তৈরি এই ফিচারে ব্যবহারকারীরা নিরাপদভাবে চিকিৎসা নথি ও ওয়েলনেস অ্যাপ সংযুক্ত করতে পারবেন।
এক ব্লগ পোস্টে সান ফ্রান্সিসকোভিত্তিক এআই জায়ান্টটি জানায়, ‘আপনি আপনার মেডিকেল রেকর্ড এবং ওয়েলনেস অ্যাপগুলোকে নিরাপদে সংযুক্ত করতে পারেন যাতে আপনার নিজস্ব স্বাস্থ্য তথ্যের ভিত্তিতে কথোপকথন চালানো যায়। ফলে উত্তরগুলো আপনার জন্য আরও প্রাসঙ্গিক এবং কার্যকর হবে।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটজিপিটি