পাফার জ্যাকেট পরিষ্কার রাখার সহজ টিপস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৪

কনকনে ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এখন অনেকেই পাফার জ্যাকেট পরেন। অল্প ফোলা, সুতা দিয়ে সেলাই করা এই জ্যাকেটকে বলা হয় ‘পাফার জ্যাকেট’। এটি ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করে। জ্যাকেটের বাইরের স্তর সাধারণত সিন্থেটিক কাপড়ের হয়, যেমন নাইলন বা পলিয়েস্টার। ভেতরে ছোট ছোট ঘরে পাখির পালক বা সিন্থেটিক ফাইবার ভরা থাকে, যা শরীর থেকে নির্গত তাপ আটকে রাখে এবং বাইরের ঠান্ডা থেকে রক্ষা করে।


তবে এই জ্যাকেট পরিষ্কার রাখা সহজ নয়। সাধারণ সাবান পানি দিয়ে ধোয়া ঠিকভাবে হয় না, আবার নিয়মিত ধোয়ার প্রয়োজনও পড়ে না। প্রতিদিন পরলে ধুলা-ময়লা জমে যায়। তাই সঠিকভাবে জ্যাকেটটি পরিষ্কার করতে হবে। 


আসুন জেনে নেওয়া যাক কীভাবে পাফার জ্যাকেট পরিষ্কার করবেন-


১. দাগ তোলার উপায়
অনেক সময় খাবার বা কফির মতো দাগ লেগে যায়। এমন ক্ষেত্রে দাগের জায়গাটি যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। মাইল্ড ডিটারজেন্টের কয়েক ফোঁটা দাগের উপর ছড়িয়ে হালকা হাতে রগড়ে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মুছে ফেলুন। বাতাসে শুকালে দাগছোপ দ্রুত উঠে যাবে।


২. হাতে ধোয়া
পাফার জ্যাকেট মাসে একবার হাতে ধোয়া যায়। একটি বালতিতে ঠান্ডা পানি এবং সামান্য সাবান মিশিয়ে জ্যাকেটটি হালকা ভিজিয়ে রাখুন। এরপর সিলিকন ব্রাশ দিয়ে জ্যাকেটের বাইরের অংশ আলতো করে ঘষে পরিষ্কার করুন। শেষমেশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন।


৩. ড্রাই ক্লিনিং করা
যদি চান, পেশাদার ড্রাই ক্লিনিং-এ দিয়েও পাফার জ্যাকেট পরিষ্কার করাতে পারেন। তবে দৈনন্দিন ব্যবহার মতো বেশি ঘষা বা ধোয়া ঠিক নয়। যত কম ধোয়া হবে, ততই জ্যাকেটের ফোলা ভাব ও ভেতরের উপাদান দীর্ঘদিন ভালো থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও