প্রয়োজন থেকে শখ, তরুণদের পছন্দের শীর্ষে দামি মোটরসাইকেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১০

গণপরিবহনের নাজুক অবস্থা ও যানজট এড়িয়ে স্বস্তিতে যাতায়াতের জন্য দেশে দিন দিন বাড়ছে মোটরসাইকেলের জনপ্রিয়তা। তুলনামূলক কম দাম এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ সাশ্রয়ী হওয়ায় দুই চাকার এই বাহনটি এখন অনেকের সঙ্গী হয়ে উঠছে। এছাড়া রাইড-শেয়ারিং সেবা ঘিরে এটি কারও কারও কর্মসংস্থানের উৎসেও পরিণত হয়েছে। মোটরসাইকেল নিয়ে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ।


‘ছোটবেলা থেকেই রয়্যাল এনফিল্ডের প্রতি একটা শখ ছিল। বাইকটির প্রতি ভালোবাসা ছিল। মুভিতে এই বাইকটি প্রায়ই দেখা যেতো। পাশের দেশ ভারতেও এর চলার অনুমতি ছিল। আমি মূলত ক্রুজার বাইক পছন্দ করি, তাই রয়্যাল এনফিল্ডের এই বাইকটি কিনেছি।’


কথাগুলো বলছিলেন ঢাকার দোহারের ফার্মেসি ব্যবসায়ী নাজমুল হোসেন সোহান (২৬)। তরুণ এই ব্যবসায়ী চার মাস আগে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ব্র্যান্ডের মোটরসাইকেলটি কিনেছেন।


সোহান বলেন, ‘প্রায় ১০ বছর ধরে মোটরসাইকেল চালাই। এটি আমার ৭ নম্বর বাইক। নিজের জমানো টাকায় বাইকটি কিনেছি। দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। কেনার পর মনে হয়েছে- একটা স্বপ্ন পূরণ হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও