সংসদ নির্বাচন: কতটা দূর হল ভোটার সংখ্যার তারতম্য?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৯
ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-৮ এ ভোটার দুই লাখ ৭৫ হাজার ৪৭১ জন; আর ঢাকা-১৯ আসনে রয়েছেন সাত লাখ ৪৭ হাজার ৭০ জন।
সবেচেয় বেশি ভোটা রয়েছে গাজীপুর-২ আসনে; আট লাখ চার হাজার ৩৩৩ জন। জেলার পাঁচটি আসনের মধ্যে গাজীপুর-৪ আসনে ভোটার এখন তিন লাখ ৩০ হাজার ৯৭৭ জন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আসনভিত্তিক ভোটার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, পাঁচ লাখের কম ভোটার রয়েছে— এমন আসন রয়েছে ২৩৭টি। এর চেয়ে বেশি ভোটার বাকি ৬৩টি আসনে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটার সংখ্যার সমতা আনার চেষ্টা হয়েছিল। সীমানা নির্ধারণে তা করতে গিয়ে ভোটার সংখ্যার জাতীয় গড় ধরা হয় চার লাখ ২০ হাজার ৫০০ জনের মতো।
জেলার ভেতরের আসনগুলোয় ভোটার তারতম্য ৩০% এর মধ্যে সীমাবদ্ধ রাখা, জেলায় ২ আসন অপরিবর্তিত রাখা, তিন পার্বত্য জেলার তিন আসন অক্ষুন্ন রাখাসহ ১২টি পদ্ধতি অনুসরণ করা হয়।