প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামের দাম বেড়েছে

প্রথম আলো প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮

চলতি সপ্তাহে রাজধানীর কম্পিউটারবাজারে প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামের দাম বেড়েছে। বিভিন্ন কম্পিউটারবাজার ঘুরে দেখা গেছে, মডেলভেদে প্রসেসরের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে মাদারবোর্ডের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। এ ছাড়া আরজিবি মডেলের র‍্যামের দামও বেড়েছে। গেমিং ও উচ্চক্ষমতার কম্পিউটারের চাহিদা বাড়ায় এসব র‍্যামের ওপর চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে একাধিক পণ্যে একসঙ্গে মূল্যবৃদ্ধি হওয়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছে। ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩২ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন-৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩০ হাজার টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।


মাদারবোর্ড


আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াই–ফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।


গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।


এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা।


র‍্যাম


করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৭ হাজার টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ১২ হাজার ৩০০ টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ২৩ হাজার টাকা।


জিস্কিল: ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৮ হাজার ৬০০ টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্জ ২৫ হাজার ৫০০ টাকা।


কিংস্টন: ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার টাকা, ফিউরি ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৯ হাজার ৬০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ২৭ হাজার টাকা, আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৫৫ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও