কে প্রথম কাছে এসেছিল—মেসি, না রোকুজ্জো

প্রথম আলো প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২

মাঠের লিওনেল মেসিকে আমরা সবাই কমবেশি জানি। তাঁর মতো অসাধারণ ফুটবলার ইতিহাসেই খুব কম। মসৃণ দৌড় থেকে মায়ার জাল বিছানো ড্রিবলিং, প্রখর ফুটবল-মস্তিষ্ক, কঠোর পরিশ্রম এবং নিবেদনের কারণে ক্যারিয়ারজুড়ে থরে–বিথরে সাফল্য পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রতিযোগিতামূলক সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডও তাঁর। কিন্তু এই সবই মাঠের মেসির গল্প। মাঠের বাইরে অর্থাৎ ফুটবলের বাইরে মেসির জীবনটা আসলে কেমন?


ক্যামেরার সামনে ব্যক্তিগত জীবন তুলে ধরতে মেসি তেমন একটা স্বস্তিবোধ করেন না কখনো। সে কারণে আর্জেন্টাইন কিংবদন্তির ব্যক্তিগত জীবন নিয়ে সম্ভবত কারও সেভাবে জানা নেই। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভির সঙ্গে খোলামেলা কথা বলেছেন কিংবদন্তি। গত মাসে এই সাক্ষাৎকার নেওয়া হলেও ইউটিউবে তা গতকাল প্রকাশ করে চ্যানেলটি। এই সাক্ষাৎকারে মেসি মেলে ধরেন তাঁর একাকিত্ব, রোমান্টিকতা এবং নিজের ভেতরকার কিছু কথা।


রোমান্টিকতা, প্রথম চুমু এবং কাছে আসা


বলা হয়, ‘প্রতিটি সফল পুরুষের পেছনেই আছেন একজন নারী।’ মেসির জীবনে সেই নারী তাঁর কৈশোরের প্রেমিকা থেকে ঘরনি আন্তোনেল্লা রোকুজ্জো। তিন সন্তানের এই জননীর সঙ্গে প্রেমের শুরুটা জানিয়েছেন মেসি, ‘ছয় বছর বয়স থেকে আমরা একে অপরকে চিনি; তবে একপর্যায়ে আমরা ছিলাম শুধু “দরকারের খাতিরে বন্ধু”।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও