২০২৬ সাল বদলে দেবে যে ৮ প্রযুক্তি
একটা সময় ছিল, যখন প্রযুক্তি মানে ছিল শুধু যন্ত্র। আজ সেই ধারণা বদলে গেছে। প্রযুক্তি এখন আমাদের সঙ্গী, সহকর্মী, এমনকি কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণকারীও। ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের কাজ, চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা—সবখানেই এখন প্রযুক্তির ছোঁয়া। এই পরিবর্তন আর ধীরে নয়; বরং ঝড়ের গতিতে এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে এমন কিছু প্রযুক্তি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলবে, যেগুলো শুধু কাজের ধরন নয়, চিন্তাভাবনার ভাষাও বদলে দেবে। কেমব্রিজ ওপেন একাডেমির সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে যে আটটি প্রযুক্তিপ্রবণতা সবচেয়ে বেশি আলোচনায় থাকবে, সেগুলো নিয়ে এবারের আয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা: সহকারী থেকে সহযাত্রী
২০২৫ সালে এআই জগতের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে এআই চর্চা বাড়া শুরু হয়েছে আরও বড় পরিসরে। এর সঙ্গে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। এ বছর থেকে এআইয়ের ব্যবহার আরও বেশি বাড়বে এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। এই ব্যক্তিগত এআই সহকারী আমাদের অভ্যাস বুঝে আগেভাগে প্রয়োজন আন্দাজ করতে পারবে এবং কাজকে আরও সহজ ও দ্রুত করে তুলবে।
কোয়ান্টাম কম্পিউটিং: গণনার সীমা ভাঙার নতুন যুগ
আমাদের পরিচিত সাধারণ কম্পিউটার কাজ করে ‘বিট’-এর ওপর। এর মান হয় শূন্য বা ১। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে ‘কিউবিট’, যা একসঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সুপার পজিশন’। এই বৈশিষ্ট্য কোয়ান্টাম কম্পিউটারকে দেয় অসাধারণ গতি ও ক্ষমতা। ফলে যে জটিল হিসাব করতে আজকের সুপারকম্পিউটারেরও দীর্ঘ সময় লাগে, তা কোয়ান্টাম কম্পিউটার করতে পারে মুহূর্তের মধ্যে। যদিও এ প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সাল কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। উপাদান বিজ্ঞান, নতুন ওষুধ আবিষ্কার কিংবা আর্থিক মডেলিং—বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির প্রভাব পড়তে শুরু করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তির ছোঁয়া