এনইআইআর বাস্তবায়িত হলে বেশি মূল্যের স্মার্টফোনের দাম কমবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:১১

এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বাস্তবায়িত হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের স্মার্টফোটের দাম ধীরে ধীরে কমে আসবে বলে মনে করছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)।


সংগঠনটি দাবি করছে, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনের সংখ্যা খুবই কম। এনইআইআর বাস্তবায়িত হলে ৩০ হাজারের বেশি দামের স্মার্টফোনগুলোরও বাংলাদেশে উৎপাদন বাড়বে। তখন, বাংলাদেশে উৎপাদিত বেশি দামের ওই ফোনগুলোরও বিক্রি বাড়বে এবং ফোনগুলোর দামও ধীরে ধীরে কমে আসবে।


আজ (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত ‘এনইআইআর-এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি বাংলাদেশে ব্যবসা করা মোবাইল ফোন কোম্পানিগুলোর মালিকদের সংগঠনটির।


সম্প্রতি অবৈধ মোবাইল ফোন বন্ধ করতে এনইআইআর কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে, এনইআইআর ব্যবস্থা কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা মোবাইল ফোন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতির মধ্যে মোবাইল ফোনের উৎপাদক কোম্পানিগুলোর সংগঠন এমআইওবি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও