You have reached your daily news limit

Please log in to continue


চীন-ইরানের চলচ্চিত্র দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

আগামী ১০ জানুয়ারি থেকে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বাকি আর মাত্র কয়েকটা দিন; শেষ সময়ে আয়োজনের সকল প্রস্ততিও প্রায় সম্পন্ন- এমনটি খবর পাওয়া গেছে আয়োজকদের পক্ষ থেকে। 

গত সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ করা হয় উৎসবের শিডিউল। আর উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের মূল ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম।

১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে চীনের সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। এছাড়া একই দিনে, সন্ধ্যা ৭ টায় ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’ প্রদর্শিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন