বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হারভাজান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৪
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হারভাজান সিং বলেছেন, ভারত সব দলকে আতিথেয়তা দিতে প্রস্তুত। দেশটির সাবেক এই স্পিনারের মতে, ভারতে খেলতে যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশেরই।
ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে। গত কিছুদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। মুস্তাফিজের আইপিলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছিল।
সেসবের জের ধরেই গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। পরে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া বাঁহাতি পেসারকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট বিশ্বকাপ