পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসতে চান সরকারি কর্মচারীরা

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

সরকারি চাকরিজীবীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে। 


সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহবায়ক ইসহাক কবীরের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিএসএফের কাছে এ আবেদন জমা দেন। তারা জানান, অনুমতি পেলে শিগগিরই এ সাক্ষাৎ হতে পারে।


আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট। এতে শিক্ষক-কর্মচারিসহ ২২ লাখ সরকারি কর্মচারি সম্পৃক্ত। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়নকাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও