মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের একটি সোনার দোকানে ৭০ ভরি স্বর্ণ এবং ৬০০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সোয়া ৩টার দিকে নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দোকান মালিক মাসুদ রানা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করেছেন। চোরেরা দোকানের সিন্দুকটি তুলে নিয়ে চলে যায়, সেখানেই অধিকাংশই সোনা এবং রুপা ছিল।
এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক।
দোকান মালিক মাসুদ রানা রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার কথা জানিয়ে সংবাদিকদের বলেন, "আজ (সোমবার) সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেট ও সাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে সিন্দুকসহ সব ভাঙচুর অবস্থায় দোখা যায়। সিন্দুকে এবং বাইরে শো কেসে সব স্বর্ণ ও রুপা ছিল।"
এসব গয়নার মধ্যে ৫০ ভরি তার নিজের ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল বলে জানিয়েছেন মাসুদ রানা।
তিনি বলেন, "এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে তারা।"
৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন এই ব্যবসায়ী।