ঘরের মাঠে ভিনিসিউসকে দুয়ো, কোচ বললেন, ‘পরিস্থিতি বুঝতে পারছি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪২

দল জিতেছে বড় ব্যবধানে। উড়ন্ত জয়ে শুরু করেছে বছর। এমন ম্যাচেও কি না দুয়ো শুনতে হলো দলের এক ফুটবলারকে! নিজেদের সমর্থকদের কাছ থেকেই এমন বিরূপ অভিজ্ঞতার শিকার হতে হলো ভিনিসিউস জুনিয়রকে। তিনি অবশ্য পাশে পাচ্ছেন কোচকে। শাবি আলোন্সো বললেন, ব্রাজিলিয়ান এই তারকা তার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন।


লা লিগায় রোববার গন্সালো গার্সিয়ার দারুণ হ্যাটটিকে রেয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে রেয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেন রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া।


গোল না পেলেও ম্যাচে খারাপ খেলেননি ভিনিসিউস। তবু তাকে দুয়ো দেন সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকা সমর্থকদের একটি অংশ। গত ২০ ডিসেম্বর ঘরের মাঠেই সেভিয়ার বিপক্ষেও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও