রক্ত দান করার আগে যেসব বিষয় জানা জরুরি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

রক্তদান জীবন বাঁচায় এবং বেশির ভাগ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটি নিরাপদ। তবে শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট সময় বিরতি মেনে রক্তদান করা জরুরি। চলুন, জেনে নিই এটি সম্পর্কে বিস্তারিত।


রক্তদানের ধরন ও কতবার করা যায়


১. সম্পূর্ণ রক্ত 


কতদিন পরপর: প্রতি ৫৬ দিন বা ৮ সপ্তাহ
বছরে সর্বোচ্চ: ৬ বার
সময় লাগে: প্রায় ১ ঘণ্টা
এতে একসাথে লোহিত রক্তকণিকা, প্লাজমা ও প্লেটলেট নেওয়া হয়।


২. প্লাটিলেট


কতদিন পরপর: প্রতি ৭ দিন
বছরে সর্বোচ্চ: ২৪ বার
সময় লাগে: প্রায় ৩ ঘণ্টা
এতে শুধু প্লাটিলেট নেওয়া হয়, বাকিটা শরীরে ফিরিয়ে দেওয়া হয়।


৩. প্লাজমা


কতদিন পরপর: প্রতি ২৮ দিন বা ৪ সপ্তাহ
বছরে সর্বোচ্চ: ১৩ বার
সময় লাগে: ১–২ ঘণ্টা
এতে রক্তের তরল অংশ (প্লাজমা) নেওয়া হয়।


৪. দ্বিগুণ লোহিত রক্তকণিকা 


কতদিন পরপর: প্রতি ১১২ দিন বা প্রায় ৪ মাস
বছরে সর্বোচ্চ: ৩ বার
সময় লাগে: প্রায় ১.৫ ঘণ্টা
সাধারণত ও পজেটিভ-নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ রক্তের গ্রুপের জন্য উপযুক্ত। 


কেন বিরতি রাখা দরকার?


শরীরকে রক্ত ও আয়রন আবার তৈরি করার সময় দিতে এবং আয়রনের ঘাটতি ও হিমোগ্লোবিন কমে যাওয়া এড়াতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও