দ্বিগুণ উজ্জ্বলতা ও এআই ফিচারে স্যামসাংয়ের নতুন প্রজেক্টর
২০২৬ সালে নিজেদের পোর্টেবল প্রজেক্টরটিকে আরও উন্নত করছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস শুরু হওয়ার আগেই তাদের নতুন মডেল ‘ফ্রিস্টাইল+’ আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
স্যামসাংয়ের দাবি, এ নতুন প্রজেক্টরটির উজ্জ্বলতা আগের মডেলের তুলনায় দ্বিগুণ, মানে ৪৩০ আইএসও লুমেন এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্ক্রিন অপ্টিমাইজেশন সুবিধা রয়েছে।
আগের ফ্রিস্টাইল মডেলগুলোর মতো এটিও ১৮০-ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় ও এতে ৩৬০-ডিগ্রি অডিও ব্যবস্থাও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এ ছাড়া প্রজেক্টরটিতে ‘কিউ-সিম্ফনি’ সমর্থন রয়েছে। ফলে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু সাউন্ডবারের সঙ্গে যোগ হয়ে উন্নত শব্দ অভিজ্ঞতা দেবে। প্রজেক্টরটির অন্যান্য কারিগরি তথ্য বা দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।
তবে সিইএস ২০২৬-এ প্রজেক্টরটি দেখাবে কোম্পানিটি। ফলে আশা করা যাচ্ছে, শিরগিরই এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পোর্টেবল প্রজেক্টর
- স্যামসাং