দ্বিগুণ উজ্জ্বলতা ও এআই ফিচারে স্যামসাংয়ের নতুন প্রজেক্টর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪১

২০২৬ সালে নিজেদের পোর্টেবল প্রজেক্টরটিকে আরও উন্নত করছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং।


বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস শুরু হওয়ার আগেই তাদের নতুন মডেল ‘ফ্রিস্টাইল+’ আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।


স্যামসাংয়ের দাবি, এ নতুন প্রজেক্টরটির উজ্জ্বলতা আগের মডেলের তুলনায় দ্বিগুণ, মানে ৪৩০ আইএসও লুমেন এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্ক্রিন অপ্টিমাইজেশন সুবিধা রয়েছে।


আগের ফ্রিস্টাইল মডেলগুলোর মতো এটিও ১৮০-ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় ও এতে ৩৬০-ডিগ্রি অডিও ব্যবস্থাও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


এ ছাড়া প্রজেক্টরটিতে ‘কিউ-সিম্ফনি’ সমর্থন রয়েছে। ফলে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু সাউন্ডবারের সঙ্গে যোগ হয়ে উন্নত শব্দ অভিজ্ঞতা দেবে। প্রজেক্টরটির অন্যান্য কারিগরি তথ্য বা দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং।


তবে সিইএস ২০২৬-এ প্রজেক্টরটি দেখাবে কোম্পানিটি। ফলে আশা করা যাচ্ছে, শিরগিরই এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও