মাদুরোকে তুলে নিয়ে যাওয়া, বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দামে যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। গতকাল শনিবার বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে।
অয়েল প্রাইস ডট কমের তথ্যানুসারে, গতকাল বিশ্ববাজারে বেন্ট্র ক্রুডের দাম শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৭৫ সেন্ট নেমে এসেছে। সেই সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ৫৭ ডলার ৩২ সেন্টে কমেছে। অন্যান্য ব্র্যান্ডের তেলের দামও কমেছে।
বিশ্লেষকেরা বলছেন, অপরিশোধিত তেলের বাজারে একসময় যে ভূরাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার ভীতি কাজ করত, সাম্প্রতিক বছরগুলোতে তা একরকম হারিয়ে গেছে। গত বছরের জুন মাসে বিশ্ববাসী তার নজির দেখেছে। তখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্যে বড় ধরনের বোমা হামলা চালালেও তেলের বাজারে তেমন প্রভাব পড়েনি।
এই অভিযান যদি ২০ কিংবা এমনকি ১০ বছর আগেও হতো, তাহলে বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতো বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ত। আধুনিক প্রযুক্তির কারণে তথ্যপ্রবাহ এখন তাৎক্ষণিক। এমনকি বিনিয়োগকারীরা আগেভাগেই সরবরাহ ও চাহিদার তথ্য পেতে পারেন। ফলে বাজারে সেই হামলার প্রভাব ছিল নামমাত্র—দামের গ্রাফে শুধু ক্ষণিকের সামান্য ওঠানামা।