জয়া বচ্চনের ব্যবহারে ক্ষুব্ধ পাপারাজ্জিরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০০

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন আর পাপারাজ্জিদের দা-কুমড়া সম্পর্কের কথা কারোরই অজানা নয়। ক্যামেরার ফ্ল্যাশ দেখলেই মেজাজ হারানো যেন তার নিত্যদিনের অভ্যাস। সম্প্রতি পাপারাজ্জিদের ‘অশিক্ষিত’ ও ‘রুচিবোধহীন’ বলে মন্তব্য করে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি, তার রেশ এখনো কাটেনি। 


এবার সেই অপমান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় পাপারাজ্জি বারিন্দর চাওলা। জয়া বচ্চনকে রীতিমতো তুলোধনা করে জানিয়ে দিয়েছেন, ছবি তোলা পছন্দ না হলে তিনি যেন পেছনের দরজা ব্যবহার করেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বারিন্দর বলেন, ‘জয়া জি একজন সিনিয়র অভিনেত্রী এবং শ্রদ্ধেয় মানুষ। তিনি যেভাবে আমার সতীর্থদের আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেছেন, তা সত্যিই দুঃখজনক। আমাদের শিক্ষিত হওয়া বা পোশাক নিয়ে কথা বলার অধিকার তার নেই। এই ঘটনায় আমরা ভীষণ কষ্ট পেয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও