ইভি বাজারে রাজত্ব হারাল টেসলা, শীর্ষে চীনের বিওয়াইডি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫০

বিদ্যুচ্চালিত গাড়ির মার্কিন নির্মাতা কোম্পানি টেসলাকে টপকে বিশ্বের শীর্ষ ইভি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনের বহুজাতিক কোম্পানি বিওয়াইডি।


২০২৫ সালের বার্ষিক বিক্রির পরিসংখ্যানে প্রথমবারের মতো মার্কিন প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেল এই চীনা কোম্পানিটি।


বৃহস্পতিবার বিওয়াইডি বলেছে, গত এক বছরে সাড়ে ২২ লাখেরও বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। এই বিক্রির সংখ‍্যা আগের বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেড়েছে।


বিবিসি লিখেছে, শুক্রবার নিজেদের ২০২৫ সালের মোট বিক্রির হিসাব প্রকাশ করবে টেসলা।


গত সপ্তাহে তাদের বিনিয়োগকারী ওয়েবসাইটে বিশ্লেষকদের কিছু প্রাক্কলন প্রকাশ করেছে কোম্পানিটি। সেই তথ্য অনুসারে, পুরো বছরে টেসলা প্রায় ১৬ লাখ ৪০ হাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি করেছে বলে ধারণা করা হচ্ছে।


মার্কিন কোম্পানিটি গত এক বছরে বেশ কঠিন সময় পার করেছে। এর পেছনে নতুন পণ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অস্বস্তি এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেসলার তীব্র প্রতিযোগিতা- এই তিনটি প্রধান কারণ রয়েছে।


পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় সব ব্র্যান্ডের চেয়ে অনেক কম দামে উন্নতমানের ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে ‘গিলি’, ‘এমজি’ ও বর্তমানে দেশটির সবচেয়ে বড় ইভি নির্মাতা বিওয়াইডির মতো বিভিন্ন চীনা কোম্পানি। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে টেসলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও