পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা করে বাণিজ্য মেলা শুরু
পেপার এবং প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দুইদিন পিছিয়ে শুরু হওয়া এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিনি পেপার এবং প্যাকেজিংকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করে মেলার উদ্বোধন করেন; তবে মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।