সংসদ নির্বাচন: হলফনামার যে ১০ তথ্য প্রচারের নির্দেশ ইসির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:২২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের হলফনামার বেশ কিছু তথ্য প্রচারের নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।


এসব তথ্য অসত্য হলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঝড়ে পড়বেন সম্ভাব্য প্রার্থী। কেউ অসত্য তথ্য দিলে তার বিরুদ্ধে ‘কাউন্টার এফিডেভিট’ দেওয়ার বিধানও রয়েছে।


যোগ্য প্রার্থী বাছাইয়ে প্রার্থীর জন্ম তারখ, শিক্ষাগত যোগ্যতা, আয়ের উৎস, মামলার তথ্যসহ একগুচ্ছ বিষয়ে হলফনামা দেওয়ার বিধান রয়েছে।


এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি এবার আইনে সংস্কার এনে অসত্য তথ্য দেওয়া হলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করেছে।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে অর্ধশত দলের প্রার্থী রয়েছে দুই হাজারের বেশি; বাকিরা স্বতন্ত্র। ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে।


বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে ২০ জানুয়ারি; পরদিন তাদের প্রতীক দেবেন রিটার্নিং কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও