মৃত ভেবেছিলেন স্বজনেরা, ২৯ বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ

প্রথম আলো উত্তর প্রদেশ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৫১

তিন দশক ধরে নিখোঁজ ৭৯ বছর বয়সী শরিফ আহমেদ। পরিবারের সদস্যদের ধারণা ছিল, অনেক আগেই তিনি মারা গেছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এত বছর পর পৈতৃক ভিটামাটি ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলিতেতে ফিরে আসেন তিনি।


যদিও শরিফ আহমেদের এই ফিরে আসা স্থায়ী ছিল না। তিনি অনেক বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তিনি মুজাফফরনগরে পৈতৃক বাড়িতে আসেন।


শরিফ আহমেদের পরিবার জানায়, ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করে পশ্চিমবঙ্গে পাড়ি জমান। এরপর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ তিন দশক পর গত ২৯ ডিসেম্বর তিনি হঠাৎ পৈতৃক বাড়িতে এসে হাজির হন।


শরিফ আহমেদের ভাতিজা ওয়াসিম আহমেদ ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা বছরের পর বছর তাঁকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছি। এমনকি পশ্চিমবঙ্গে গিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রীর দেওয়া ঠিকানায় খোঁজও নিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। কয়েক দশক ধরে কোনো যোগাযোগ না থাকায় তাঁর চার মেয়ে এবং পরিবারের সবাই ধরে নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে