এআই যুগে ‘কলেজ ড্রপআউট’ই কি এখন কাঙ্ক্ষিত পরিচয়?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
এক সময় ডিগ্রি ছিল সাফল্যের মূল চাবিকাঠি। এখন সেই ধারণা বদলাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি ও স্টার্টআপ দুনিয়ায়।
২০২৫ সালে এসে ‘কলেজ ড্রপআউট’ শব্দটি নতুন অর্থ পেয়েছে। এটি এখন অনেকের কাছে গর্বের পরিচয়। বিশেষ করে এআই–নির্ভর স্টার্টআপের ক্ষেত্রে।
স্টিভ জবস, বিল গেটস বা মার্ক জুকারবার্গ। এই নামগুলো নতুন নয়। তারা কেউই কলেজ শেষ করেননি। এই গল্পগুলোই বারবার ফিরে আসে।
তবে পরিসংখ্যান অন্য কথা বলে। গবেষণায় দেখা যায়, বেশির ভাগ সফল স্টার্টআপের প্রতিষ্ঠাতারাই ডিগ্রিধারী। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আছে তাদের।তারপরও ড্রপআউটের মোহ কমছে না। বরং নতুন করে বাড়ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে।
ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একটি অংশ এটিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, ড্রপআউট হওয়া মানে সাহস। মানে ঝুঁকি নেওয়ার মানসিকতা। মানে নিজের আইডিয়ায় গভীর বিশ্বাস।