শীতে রুম হিটার ব্যবহার করবেন যেভাবে, নিরাপদ থাকতে জানুন ৭টি টিপস
সারা দেশে গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। এ কারণে হঠাৎ রুম হিটারের চাহিদা ও ব্যবহার বেড়েছে দ্বিগুণের বেশি। তবে রুম হিটার ব্যবহারের আগে সতর্কতার বিষয়টিও মনে রাখা জরুরি। কারণ, ভুলভাবে ব্যবহার করলে রুম হিটার থেকেই ঘটতে পারে দুর্ঘটনা। রুম হিটার নিরাপদে ব্যবহার করতে নিচে থাকল ৭টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস।
১. রুম হিটার মেঝেতেই রাখুন
রুম হিটার সব সময় সমতল মেঝের ওপর রাখুন। কার্পেট, ম্যাট বা কাপড়ের ওপর রাখা ঠিক নয়। টেবিল, টুল বা কাঠের আসবাবের ওপর রাখলে হিটার পড়ে গিয়ে আগুন লাগার ঝুঁকি থাকে। হিটার যতটা সম্ভব স্থির ও নিরাপদ জায়গায় রাখাই ভালো।
২. পানি বা আর্দ্রতা থেকে দূরে রাখুন
রুম হিটার ও পানি—এই দুইয়ের ‘দা–কুমড়া সম্পর্ক’। বাথরুম বা রান্নাঘরের মতো ভেজা জায়গায় কখনোই হিটার ব্যবহার করবেন না। ভেজা কাপড় বা চাদর শুকানোর জন্য হিটারের ওপর দেওয়া খুব বিপজ্জনক। এতে সহজেই আগুন ধরে যেতে পারে।
৩. দাহ্য বস্তু থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন
হিটার ব্যবহারে ‘তিন ফুটের নিয়ম’ মনে রাখুন। পর্দা, কাগজ, বালিশ, কম্বল, বিছানার চাদর কিংবা কাঠের আসবাব—এসব থেকে হিটার অন্তত তিন ফুট দূরে রাখুন। ম্যাচ, রং বা দাহ্য কোনো বস্তু যেন হিটারের আশপাশে না থাকে, সেটাও নিশ্চিত করুন।