খালেদার পথে হাঁটার প্রত্যয় বিএনপির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

আপসহীন নেত্রীর অভিধা পাওয়া খালেদা জিয়ার জীবনসংগ্রাম তুলে ধরে তার দেখানো পথে চলার প্রত্যয় জানাল বিএনপি।


বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজার ঠিক আগে সাবেক প্রধানমন্ত্রীর আপসহীন সংগ্রামের বর্ণনা পড়ে শোনান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


ওই বক্তব্যে খালেদার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য লড়াই এবং স্বৈরাচারী এরশাদ ও শেখ হাসিনা সরকারের আমলে তার উপর নির্যাতন-নিবর্তনের ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি।


২০১৮ সালে খালেদা জিয়ার কারাভোগ ও দুই বছর পর অসুস্থ অবস্থায় ছাড়া পাওয়ার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, “ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও