You have reached your daily news limit

Please log in to continue


কাউকে দাওয়াত করছেন? খেয়াল রাখুন এসব বিষয়

অতিথিপরায়ণ হিসেবে বাঙালির সুনাম আছে। নানা আয়োজনের মাধ্যমে সামাজিক সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। তবে চমৎকারভাবে নেমন্তন্নের পুরো ব্যবস্থা করার কৌশলও জানা থাকা চাই। জানা থাকা চাই আয়োজক হিসেবে আপনার দায়িত্ব। নইলে মনে হতে পারে, কেবল দায়সারা একটা আয়োজন করেছেন।

নিখুঁত নয়, আন্তরিক হোন

আয়োজনটাকে নিখুঁত করে তোলার চেয়ে অতিথিদের প্রতি আন্তরিক হওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিন। সুস্বাদু খাবার, নান্দনিক পরিবেশনা এবং পরিপাটি করে সাজানো ঘর নিঃসন্দেহেই আপনার রুচির পরিচয় বহন করে। তবে আতিথেয়তার মূল বিষয় হলো আন্তরিকতা।
আয়োজনকে নিখুঁত করার বাড়তি চাপ মাথায় নিয়ে আপনি যদি অতিথিকে সময়ই না দেন, তাহলে আয়োজনটা মেকি হয়ে দাঁড়াবে। অতিথির সঙ্গে হাসিমুখে কথা বলুন। শরীরী ভাষা রাখুন ইতিবাচক।
হালকা, মিষ্টি ঘ্রাণের ব্যবস্থা করতে পারেন ঘরে। প্রাকৃতিক উপাদানে তৈরি সুগন্ধি মোমবাতি কাজে লাগাতে পারেন। স্বস্তিদায়ক, মৃদু সুরের ব্যবস্থাও রাখতে পারেন।
সময় থাকলে কোনো খেলাধুলা কিংবা বৈচিত্র্যময় অন্য কোনো আয়োজনও করতে পারেন। অতিথিদের বয়স ও পছন্দের ভিত্তিতে এ আয়োজন করুন। শিশুদের জন্য আনন্দের ব্যবস্থা রাখুন। বড়দের মধ্যে থেকে শিশুরা যেন বিরক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন