সালতামামি ২০২৫ : পরিবারের খরচ কমানোর চেষ্টা দেখা গেছে
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩
বছরজুড়েই খরচ কমাতে পরিবারগুলোকে নানাভাবে কৌশলী হতে দেখা গেছে। কেউ নিত্যদিনের বাজার খরচ কমিয়েছে, কেউ বিলাসী সামগ্রীতে হাত দিয়েছে বুঝেশুনে। মূল্যছাড়ে কেনাকাটা বেড়েছে। আর তাই ‘ইয়ারএন্ড’ ছাড়ের বাইরেও বছরের নানা সময়ে শপিং মলগুলোতে ছাড়ের নোটিশ দেখা গেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় উৎসবের সময়গুলোর কথা, ঈদ হোক বা দুর্গাপূজা, কেনাকাটায় আগ্রহী করতে ছাড় দিয়েছে অনেক ব্র্যান্ড।
অনেক পরিবারের সদস্যদের মধ্যেই বেড়েছে লং ডিসটেন্স। বিদেশে পাড়ি জমানো মানুষের সংখ্যা এবারও ছিল চোখে পড়ার মতো। কেউ পড়তে গেছেন, কেউ গেছেন উন্নত জীবনের খোঁজে। গ্রাম থেকে শহরে আসা মানুষ যেমন চোখে পড়েছে, একইভাবে শহর থেকে অনেকের পরিবার গ্রামেও ফিরে গেছে।
- ট্যাগ:
- লাইফ
- খরচ কমানো
- খরচ কমানোর উপায়