দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পুঁজিবাজারে সর্বনিম্ন পারফরম্যান্স
বিগত তিন বছর ধরে বাংলাদেশের পুঁজিবাজারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এর ধারাবাহিকতায় ২০২৫ সালেও বিনিয়োগকারীদের হতাশ করেছে দেশের পুঁজিবাজার। এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে ছিল বাংলাদেশের পুঁজিবাজার।
দক্ষিণ এশিয়ার পুঁজিবাজারগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে তুলনায় দেখা যায়, ২০২৫ সালে প্রায় সব সূচকেই এসব দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। এ বছর বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭৩ শতাংশ কমে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের বছরে যা ছিল ৫ হাজার ২১৬ পয়েন্ট।
অন্যদিকে ২০২৫ সালে পাকিস্তানের কেএসই সূচকটি ৪৫ দশমিক ২৯ শতাংশ বেড়ে ১ লাখ ৪ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, ২০২৪ সাল শেষে যা ছিল ৭২ হাজার ১৬০ পয়েন্ট। শ্রীলঙ্কার সিএসইঅল সূচকটি ৪০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ২২ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে, ২০২৪ সাল শেষে যা ছিল ১৫ হাজার ৮২৭ পয়েন্ট। আর ভারতের বিএসই সেনসেক্স সূচকটি ৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, ২০২৪ সালে যা ছিল ৭৮ হাজার ৩৫৮ পয়েন্ট।