ট্রাম্পময় দুনিয়ায় সংঘাতের বাড়-বাড়ন্ত, বাণিজ্যযুদ্ধে টালমাটাল এক বছর
বিশ্বজুড়ে সংঘাত আরও বেড়েছে ২০২৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ বছরই বিভিন্ন অঞ্চলে রেকর্ড সংখ্যক সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। তাতে বেড়েছে অস্থিরতা।
গাজা, ইউক্রেইন ও সুদান ছিল এ বছর বড় সংঘাতের কেন্দ্র। পাশাপাশি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি), মিয়ানমার এবং কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান সীমান্তেও উত্তেজনাও উত্তাপ ছড়িয়েছে।
চতুর্থ বছরে প্রবেশ করেছে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা চলার মধ্যেও হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া।
ইসরায়েল-ইরানের সংঘাতে নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্র এবছর ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে। ভেনেজুয়েলার নৌযানগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ আবসানে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলেও থামেনি রক্তক্ষয়।
দীর্ঘ দিন ধরে চলে আসা উত্তেজনার জেরে বছরের মাঝামাঝি সময়ে কয়েকটি সংক্ষিপ্ত লড়াইয়ের সূচনা হয়।
মে মাসে ভারত-পাকিস্তান, জুনে ইরান-ইসরায়েল এবং জুলাইয়ে কম্বোডিয়া-থাইল্যান্ডের মধ্যে সংঘাত তীব্র হয়। মাঝখানে যুদ্ধবিরতির পর বছরের শেষ দিকে ডিসেম্বরে আবার দুই দেশের কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।