শাওমির নতুন ফোনে ম্যানুয়াল জুম রিং, ঘোরালেই চালু হবে ক্যামেরা
স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে নতুন উদ্ভাবন এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি উন্মোচিত শাওমি ১৭ আলট্রা লাইকা এডিশন ফোনে যুক্ত করা হয়েছে একটি ম্যানুয়াল জুম রিং, যা ঘোরালেই স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু হয়ে যায়। স্মার্টফোনে এই ধরনের যান্ত্রিক জুম কন্ট্রোল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলো।
আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুম রিংটি মাত্র ০.০৩ মিলিমিটার নড়াচড়াও শনাক্ত করতে পারে। ফলে স্ক্রিনে টাচ ছাড়াই জুম নিয়ন্ত্রণ সম্ভব হবে। প্রয়োজনে এই রিংটি এক্সপোজার কম্পেনসেশন ও ম্যানুয়াল ফোকাস নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে শাওমি।
ক্যামেরা স্পেসিফিকেশনে ফোনটিতে রয়েছে ১-ইঞ্চি সেন্সরের ৫০ মেগাপিক্সেল এফ/১.৬৭ মেইন ক্যামেরা এবং ১/১.৪-ইঞ্চি সেন্সরের ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও সেলফি ক্যামেরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন ক্যামেরা
- শাওমি