এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসি এমনই এক জায়গা; যেখানে শুটিং, ডাবিং, সম্পাদনা, প্রিন্ট- সবকিছু মিলিয়ে সেখানে ছিল কর্মচাঞ্চল্যে ভরা পরিবেশ। তবে বর্তমানে অনেকটাই জৌলুশহীন, প্রাণহীন এই প্রতিষ্ঠানটি। তাই এমন অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী ডলি জহুর। 


গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই গুণী অভিনেত্রী। আগামী ৩ জানুয়ারি থেকে আসছে তার নতুন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। তারই প্রচার অনুষ্ঠানে অভিনেত্রী জানালেন, এখন এফডিসির দিকে তাকান না তিনি।


এক প্রশ্নের জবাবে ডলি জহুর বলেন,‘একসময় মনে হতো এফডিসিই আমার প্রাণকেন্দ্র, সেখানে অনেক কাজ করেছি। এখন সেখানে আগের মতো কাজ নেই। কেন জানি জায়গাটাকে নিস্তেজ মনে হয়, দেখতে ভালো লাগে না। সে জন্যই আর এফডিসির দিকে তাকাই না।’


তবে তিনি আশাবাদী, আবারও এফডিসি তার আগের অবস্থানে ফিরে আসবে। ডলি জহুর বলেন, ‘যেদিন এফডিসি আবার সুন্দর হবে, গোছানো হবে, সেদিন সেখানে যাব। তখন হয়তো কাজ করব না, কিন্তু দেখার জন্য হলেও সেখানে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও