বিপিএলের পারফরম্যান্সে জাতীয় দলে চোখ রিপনের

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

প্রথম দুই ম্যাচে ছিলেন না একাদশেই। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে কাল বিপিএলে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তিনি হয়ে গেছেন ম্যাচসেরা। ২৯ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে এই ডানহাতি পেসারের এটাই সেরা বোলিং।


রিপন আলো ছড়াতে শুরু করেছেন সর্বশেষ রাইজিং স্টারস এশিয়া কাপ থেকেই। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও ছিলেন তিনি। ওই টুর্নামেন্টের আত্মবিশ্বাসটা রিপন টেনে এনেছেন বিপিএলেও।


কাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস তো থাকেই। একটা টুর্নামেন্টে আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এখান থেকে আত্মবিশ্বাস আরও বেড়েছে। যেভাবে শুরু করলাম, তাতে আরও বেড়েছে। এখান থেকে ভালো করতে পারলে আরও ভালো হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও